কেকে-র কনসার্ট নিয়ে কলকাতার মেয়র যা বললেন

Jun 1, 2022 / 02:49pm
কেকে-র কনসার্ট নিয়ে কলকাতার মেয়র যা বললেন

নজরুল মঞ্চে বলিউড গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অনুষ্ঠানে আসনসংখ্যার তুলনায় অনেক বেশি লোকজন ঢুকেছিল। কেকে-র মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই কার্যত স্বীকার করে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ ইঙ্গিত দিয়েছেন, প্রেক্ষাগৃহটিতে অতিরিক্ত ভিড় থাকায় ‘পরিস্থিতি বিগড়ে’ গিয়ে থাকতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, প্রেক্ষাগৃহে ক্যাপাসিটি-র (আসনসংখ্যার) থেকে বেশি লোক ছিল।

মানুষের উচ্ছ্বাস আটকানো যায়নি। তবে এসি ঠিক ছিল। গতকাল মঙ্গলবার কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন কেকে। অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি।

তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

কেকে-র অকালমৃত্যুতে প্রেক্ষাগৃহের বেলাগাম ভিড় বা পরিস্থিতি সামলাতে উদ্যোক্তাদের ব্যর্থতাই দায়ী কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নজরুল মঞ্চে দুই হাজার আসনসংখ্যার বদলে সাত হাজার লোক ছিল বলেও অভিযোগ উঠেছে।

ফিরহাদ হাকিম বলেছেন, কেএমডিএ-র পক্ষ থেকে ওই কলেজের অনুষ্ঠান বন্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ধরনের অনুষ্ঠানে আসন নষ্ট হয়ে যায় বলে ওখানকার কর্তৃপক্ষ বলেছেন।

তবে নজরুল মঞ্চের এসি যথেষ্ট ভালো। কিন্তু দরজা বার বার খুললে অসুবিধা হয়। তবে দুই হাজার ৭০০ ক্যাপাসিটির এসি, সেটা সাত হাজার হলে তো মানুষের গরম লাগবেই।

সূত্র: আনন্দবাজার।