ওমানের সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

May 30, 2022 / 10:33pm
ওমানের সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

ওমানে নিজ কর্মস্থল থেকে বাসায় মোটরসাইকেলে ফেরার সময় মো. সুজন (২৮) নামের এক বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার দুপুরে প্রবাসী বাংলাদেশি সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই এনামুল হক।

নিহত সুজন কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উজির আলি মিস্ত্রি বাড়ির মৃত তোফাজ্জল হকের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ ছিলেন সুজন।

তার বড় ভাই এনামুল হক আরও বলেন, জীবিকার সন্ধানে গত ৭ বছর আগে ওমানের সালালা শহরে যায় সুজন। এরপর সেই দেশি এক মালিকের অধীনে কৃষি কাজ করতো সে। গত সাত বছরে একবারও বাড়িতে আসেননি সুজন। আগামী কোরবানি ঈদে তার দেশের আসার কথা ছিল। দেশে আসার পর তার বিবাহের কাজ সম্পন্ন করার পরিকল্পনাও ছিল আমাদের।

তিনি জানান, স্থানীয় সময় গত শনিবার আছরের নামাজের পর মালিকের বাড়ির বাগান থেকে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিল সুজন। সালালা শহরে নিজের বাসার কাছাকাছি পৌঁছলে একটি গাড়ি পেছন থেকে সুজনের মোটরসাইকেলকে চাপা দিলে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় সে। তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে।

এদিকে সুজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা মরিয়ম নেছাসহ পরিবারের সবাই। দ্রুত সময়ের মধ্যে সুজনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।