দেখিয়ে দিলাম ইউরোপের রাজা কারা: কর্তোয়া

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। এটি রিয়ালের ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ম্যাচে ‘চীনের প্রাচীর’ রিয়ালকে বাঁচিয়েছেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
ফাইনালে গোলের জন্য অন্তত ২৪টি শট করেছে লিভারপুল। যার মধ্যে নয়টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিও টপকাতে পারেনি কর্তোয়ার প্রাচীর। মোহাম্মদ সালাহ, সাদিও মানেদের সব শট রুখে দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক।
এই অতিমানবীয় পারফরম্যান্সের জন্য কর্তোয়ার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে সেরার পুরস্কার হাতে নিলেন তিনি। এর আগে, ২০০১ সালে অলিভার কান ও ২০০৮ সালে ফন ডার সারের ছিল এই কীর্তি।
ম্যাচ শেষে কর্তোয়া বলেন, ‘অবিশ্বাস্য। এত বছর ধরে এত পরিশ্রম করেছি। সবচেয়ে পছন্দের ক্লাবে এসেছি। যেমনটা বলেছিলাম, রিয়াল ফাইনাল ম্যাচে খেলে জেতার জন্য। এই কথার জন্য অনেক টিপ্পনী শুনেছি। আজ আমরা দেখিয়ে দিয়েছি, ইউরোপের রাজা কারা!’