আমাকে আরও সময় দিতে হবে বলিউডে কাজ পেতে হলে

May 27, 2022 / 02:05pm
আমাকে আরও সময় দিতে হবে বলিউডে কাজ পেতে হলে

টেলিভিশনের জনপ্রিয় তারকা উরফি জাভেদ। যিনি নিজের অদ্ভুত সব ফ্যাশনের জন্য পরিচিত মিডিয়া পাড়ায়। এসব নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই ‘বিগবস ওটিটি’ তারকা। কিন্তু এত খ্যাতি অর্জন করেও কোনো সিনেমার অফার পাচ্ছেন না উরফি জাভেদ।

উরফি বিগ বস ওটিটি-তে অংশগ্রহণের মাধ্যমে লাইমলাইটে এসেছিলেন। এরপর তার ভিন্নধর্মী পোশাক কখনো হাওয়াই মিঠাই, কখনো কাঁচের কিংবা শেকলের তৈরি ড্রেসের জন্য পাপ্পারাজিদের প্রিয় উঠেন তিনি। হয়েছেন খবরের শিরোনাম। আবার কখনো ট্রলের শিকার।

এতো জনপ্রিয়তার পরও কেন বলিউডে অফার পাচ্ছেন না? সম্প্রতি ইটাইমস টিভি এমনটাই প্রশ্ন করে উরফির কাছে। স্পষ্টবাদী উরফি উত্তরে বলেন, ‘কারণ বলিউড আমার বাপের না। আমি খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবো এটা ভাবা ভুল হবে। বলিউডে কাজ পেতে হলে আমাকে আরও পাঁচ বছর সময় দিতে হবে। ’

অভিনেত্রীকে আরও প্রশ্ন করা হয় তিনি মনোযোগ আকর্ষণের জন্য অদ্ভুত ডিজাইনের পোশাক পরেন কিনা? জবাবে তিনি বলেন, ‘মনোযোগ কে না চায়? যারা বলে তারা মনোযোগ চায় না তারা মিথ্যা বলছে। তাহলে আমি কেন মনোযোগ পাওয়ার জন্য এমন করবো না! আমি সিনেমা পাচ্ছি না, কিন্তু তবুও আমি কি এভাবে নিজের জন্য ভালো করছি না?’