‘পাঁচ নম্বর বোলার’ বলে আমাকে : সাকিব

কিন্তু অনুশীলন ছাড়া কিভাবে মাঠে নেমেই এমন পারফরম্যান্স? আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের কাছে এর রহস্য জানতে চাওয়া হয়। জবাবে সাকিব বলেন, ‘চার বছরে ম্যাচ খেলেছি কয়টা? বোলার হিসেবেও তো খেলি না। পাঁচ নম্বর বোলার বলে আমাকে। এখন তো বোলিংয়ে দায়িত্ব কম। ‘
এর পরেই সাকিব ফিরে যান ম্যাচ পরিস্থিতিতে, ‘এখন দলের যা পরিস্থিতি, আশা করি যে দুজন আছে ওরা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে। আমি তারপরে তিন ঘণ্টা ব্যাট করতে পারলে দলের জন্য ওটা বেশি গুরুত্বপূর্ণ আসলে। লাঞ্চের আগে একটার বেশি উইকেট পড়লে আমরা খুব বাজে অবস্থায় থাকব। ‘
সাকিব আরো বলেন, ‘লাঞ্চ টাইম গুরুত্বপূর্ণ। যখন দুইটা ব্যাটসম্যান এই উইকেটে সেট হয়ে যাবে তখন তাদের আউট করা কঠিন। আপনি যদি দেখেন তাদের দুটা ফ্রন্ট লাইন বোলার হচ্ছে পেসার। পেস বোলাররা ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় ওভারের স্পেল করতে পারে। লাঞ্চের ভেতর হয়তো দুজন সর্বোচ্চ ২০ ওভার বল করতে পারবে। ওই থ্রেট সামলাতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বল পুরান হয়ে যাবে, বোলাররা ক্লান্ত হবে, আর ব্যাটসম্যান সেট।’
সূত্র : কালের কণ্ঠ