হঠাৎ কাবা শরিফে সৌদি যুবরাজ

May 25, 2022 / 11:22pm
হঠাৎ কাবা শরিফে সৌদি যুবরাজ

পবিত্র কাবা শরিফ পরিদর্শন করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। মঙ্গলবার হঠাৎ করেই তিনি কাবা শরিফে আসনে।

সিএনএন জানিয়েছে, পবিত্র কাবা শরিফের পুনঃসংস্কারের পর সম্প্রসারিত প্রকল্পগুলো দেখার জন্য বিন সালমান মক্কায় সফর করেন। তবে দিনের কোন সময় তিনি কাবা শরিফে আসেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি সিএনএন।

কাবা শরিফ সফরকালে প্রিন্সকে স্বাগত জানান খতিব শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসসহ সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে মোহাম্মাদ বিন সালমানের ছবিগুলো টুইটারে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। ছবিগুলোর প্রতি মানুষ যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।