প্রযোজককে না করেছি, শাকিব ভাইকে নয় : অধরা

May 25, 2022 / 08:24pm
প্রযোজককে না করেছি, শাকিব ভাইকে নয় : অধরা

শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগকে গোলডেন অপারচুনিটি বলেই মনে করেন অভিনেত্রী অধরা খান। বলছেন, ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ বোকারাও হাত ছাড়া করবে না, আর আমার তো কেবল ক্যারিয়ার শুরুর পর্যায়ে। যে খবর ছড়ানো হয়েছে তা ভুলভাবে ছড়ানো হয়েছে। আমি কোথাও বলিনি শাকিব খানের সঙ্গে সিনেমা করবো না। শাকিব ভাইকে কেন না করবো, না করেছি প্রযোজককে। ’

বর্তমানে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছেন অধরা খান। সেখান থেকেই মুঠোফোনে কালের কণ্ঠকে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। অধরার দাবি, তাঁর উদ্ধৃতি ব্যবহার করে প্রযোজক নায়িকার সম্মান খারাপ করার চেষ্টা করছেন। যেটা আসলে ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি খবরের সূত্র ধরে ছড়ানো হয় অধরা শাকিব খানের সঙ্গে সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন অধরা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়। অধরার সঙ্গে লাস ভেগাসে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আসলে যেভাবে বলা হচ্ছে তেমন বিষয় নয়। যে প্রযোজকের কথা বলা হয়েছে। সে আমার রানিং ছবির প্রযোজক। উন্মাদ প্রযোজনা করেছেন, উনি গত এক বছর বা দেড় বছর ধরে উনিচেষ্টা করছেন শাকিব ভাইকে নিয়ে কাজ করার। উনি প্রায় আমাকে টেক্সট করেন। সেভাবেই টেক্সট করেছেন। আমি তো জানি আসলে উনার দ্বারা এটা সম্ভব নয়। যার ফলে আমি উত্তর দিইনি। ’

প্রযোজক নিজেকে লাইম লাইটে আনার জন্য গণমাধ্যমকে এমন একটি স্টেটমেন্ট দিয়েছেন বলে দাবি করেন অধরা। অধরা বলেন, ‘আমি শাকিব খানের সঙ্গে সিনেমা করবো না এমন কথা কোথাও বলিনি। শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক। তার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। সেখানে আমি কিভাবে তার মতো একজন অভিনেতা নাকচ করবো? এটা তো ধৃষ্টতা। এটাকের প্রযোজক কাজে লাগিয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। ’

বাংলাদেশে তিনটি ছবি মুক্তি পেয়েছে অধরার—‘নায়ক’, ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি। মুক্তির অপেক্ষায় আছে ‘বর্ডার’।