এই ৬ সিনেমা জুনে মুক্তির অপেক্ষায়

May 25, 2022 / 02:48pm
এই ৬ সিনেমা জুনে মুক্তির অপেক্ষায়

ঈদুল ফিতরে চার সিনেমা মুক্তির মাধ্যমে সিনেমা হলে দর্শক ফিরেছে বলে মনে করছেন সিনেমা-সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জুনে ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু এনটিভি অনলাইনকে সোমবার দুপুরে জানিয়েছেন, জুনে এ পর্যন্ত ছয়টি সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তাঁরা।

সেই তালিকায় জুনের প্রথম শুক্রবার (৩ জুন) মুক্তির জন্য আবেদন করেছে ‘ভাইয়া রে’ ও ‘আগামীকাল’ সিনেমা। ১০ জুন মুক্তির জন্য আবেদন করেছে ‘হৃদয় মাজারে তুমি’ ও ‘মাফিয়া ২’ সিনেমা।

তবে ‘মাফিয়া ২’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, সিদ্ধান্তে পরিবর্তন এনে এই তারিখে ‘বিক্ষোভ’ সিনেমা মুক্তি দিচ্ছে তাঁরা। এরই মধ্যে প্রচারণা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমায় কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা শান্ত খান। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

‘তালাশ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
অন্যদিকে, ১৭ জুন মুক্তির জন্য আবেদন করেছে ‘অমানুষ’ ও ‘তালাশ’ সিনেমা। এরই মধ্যে এই তারিখে মুক্তির জন্য ‘তালাশ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস প্রচারণা শুরু করেছে। সিনেমাটিতে চিত্রনায়িকা শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আজাদ আদর; সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

তবে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ সিনেমা ১৭ জুন তারিখে মুক্তি পাবে কি না, তা চূড়ান্ত নয়। এনটিভি অনলাইনের পক্ষে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি পরিচালকের।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, জুনের শেষ শুক্রবারে সিনেমা মুক্তির জন্য এখনও কেউ আবেদন করেনি।