মেহেদীর রঙ না মুছতেই ঝুলন্ত লাশ মিলল নববধূর

May 25, 2022 / 01:29pm
মেহেদীর রঙ না মুছতেই ঝুলন্ত লাশ মিলল নববধূর

মেহেদীর রঙ না মুছতেই নাটোরের সিংড়ায় আলো খাতুন (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আলো উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে ও বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পাশ করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর গত ৪ মে আলো খাতুনের রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামে তার বিয়ে হয়। বিয়ের কোনো অনুষ্ঠান না হওয়ায় ওই ছাত্রী তার বাবার বাড়িতেই বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে তার নিজ শয়নকক্ষে ঝুলতে দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন।

বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মো. মুনসুর রহমান মুকুল জানান, নিহত আলো ২০২১ সালে তার কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তিনি খুব মেধাবী ছাত্রী ছিল।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা সম্ভব হয়নি।