পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীঃ সেতুমন্ত্রী

May 24, 2022 / 01:52pm
পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীঃ সেতুমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ওই দিন সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’ পদ্মা নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করা হবে বলে জানান সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে ওবায়দুল কাদের পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।