দেড় শ করলেন মুশফিক

May 24, 2022 / 12:00pm
দেড় শ করলেন মুশফিক

৯ রানের জন্য দেড় শ হয়নি লিটন দাসের। তবে নান্দনিক ব্যাটিংয়ে এই মাইলফলকে পৌঁছে গেছেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের ১০১তম ওভারে রমেশ মেন্ডিসের বলে ডাবল নেওয়ার পথে দেড় শ পূরণ করেন মুশি।

২৯৫ বলে ১৫৬ রান নিয়ে খেলছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

তাঁর সঙ্গী তাইজুল ইসলাম। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৪। দুজনের জুটি ৩৮ রানের। ২৪৬ বলে ১৪১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সকালে আউট হয়েছেন লিটন দাস। সাজঘরে ফেরার আগে মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন ২৭২ রানের জুটি।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন আড়াই বছর পর টেস্টে দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি, হয়েছেন কাসুন রাজিথার পঞ্চম শিকার।

এর আগে, গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপে মাত্র ২৪ রানেই বাংলাদেশ হারায় পাঁচ ব্যাটারকে। এরপর প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস।

উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়। এই টেস্টটি তাই সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।