নদ-নদীর পানি কমছে, সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি

May 23, 2022 / 12:52pm
নদ-নদীর পানি কমছে, সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি

নদ-নদীর পানি কমায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এ ছাড়া বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে সিলেটে এক সপ্তাহ ধরে জমে থাকা পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে নগরবাসীর। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কয়েক দিনের দিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যেতে পারে।

এদিকে, এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহারিয়ার বলেন, জেলায় ১৪০টি মেডিকেল টিম কাজ করছে। বন্যায় সিলেটের ১১টি উপজেলায় মোট ১৮ হাজার ৭৪৯টি পুকুর, দিঘি, হ্যাচারি ও মাছের খামার তলিয়ে গেছে। নদীর তীরবর্তী হওয়ায় কোম্পানীগঞ্জ, জৈন্তা, গোয়াইনঘাট, জকিগঞ্জ এলাকার পরিস্থিতি কিছুটা খারাপ।

এদিকে, সুনামগঞ্জের পানিও কমতে শুরু করেছে। জেলার সুরমা নদীসহ সবকটি ছোটবড় নদ-নদী থেকে পানি নামতে শুরু করেছে। গত ১০দিন ধরে ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুরের মূল সড়কে পানি থাকায় জেলা সদরের সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।