বিসিবি নাকচ করে দিয়েছে পাকিস্তানে দল পাঠানোর প্রস্তাব

প্রকাশিত: সেপ্টে ২১, ২০২১ / ০৭:৫১অপরাহ্ণ
বিসিবি নাকচ করে দিয়েছে পাকিস্তানে দল পাঠানোর প্রস্তাব

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের।

কিন্তু গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার শঙ্কার কথা বলে সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের এমন সিদ্ধান্তের পর সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায় এই মুহূর্তে পাকিস্তানে দল পাঠানো সম্ভব নয়।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল শ্রীলংকা ও বাংলাদেশ দলকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় একটি সিরিজ আয়োজন করতে। সেই চিন্তা থেকেই বাংলাদেশকে আমন্ত্রণ জানান পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজ খেলে এখন ছুটিতে আছে। ৪ অক্টোবর বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে। তার আগে এই মুহূর্তে পাকিস্তান সফরে যাওয়া সম্ভব নয়।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় বলেছেন, এখন আমাদের দায়িত্ব পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। আমাদের হাতে অপশন ছিল, জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছে। কিন্তু এখন মরিয়াভাবে কোন কাজ করতে চাই না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন