কাতারে এই কাজ করলেই ১০ হাজার রিয়াল জরিমানা

কাতারে যত্র তত্র আবর্জনা ফেললে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার আইন কঠোরভাবে কার্যকর করার কথা ভাবছে পরিবেশ মন্ত্রণালয়। আর তাই এখন থেকে যেখানে সেখানে হাতের ময়লা অযত্নে ফেলে দেওয়ার আগে একবার ভাবুন।
কাতারে সমুদ্র সৈকত, পার্ক, রাস্তায়, বাসার সামনে ও অন্যান্য পাবলিক প্লেসে ময়লা ফেললে ১০ হাজার রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছে বালাদিয়া কর্তৃপক্ষ।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২১ উপলক্ষে পরিবেশ মন্ত্রণালয় কাতারে বসবাসরত জনসাধারণকে উদ্দেশ্য করে এক টুইটে এই তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, কাতারে কেউ যত্র তত্র আবর্জনা ফেললে তার বিরুদ্ধে সাথেসাথে জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কেউ যদি নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও বর্জ্য, আবর্জনার ব্যাগ, খাবারের ময়লা বা কাগজপত্র ফেলে তবে অভিযোগ প্রমাণিত হলে ১০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
২০০৮ সাল থেকে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে সেপ্টেম্বরের তৃতীয় শনিবার বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ নিজস্ব পদ্ধতিতে প্রচারণা ও উদ্যোগের মাধ্যমে দিনটি পালন করে।
কাতার বালাদিয়া ও পরিবেশ মন্ত্রণালয় আল খোর বিন গানিম দ্বীপের একটি সমুদ্র সৈকত পরিস্কার অভিযান আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে।
বিশ্বের প্রথম পরিচ্ছন্নতা দিবস পালন করা হয় এস্তোনিয়ার “লেটস ডু ইট ওয়ার্ল্ড” নামক আন্দোলনের মাধ্যমে। যেখানে ৫০ হাজার মানুষ পাঁচ ঘণ্টার ব্যবধানে পুরো দেশকে পরিষ্কার করার চেষ্টা করেছিলো।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন