গম্ভীর মুখর হলেন কোহলির সমালোচনায়

প্রকাশিত: সেপ্টে ২০, ২০২১ / ১০:১৬অপরাহ্ণ
গম্ভীর মুখর হলেন কোহলির সমালোচনায়

একদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। চলতি আইপিএলই অধিনায়ক হিসেবে তার শেষ আসর। এর আগে তিনি জাতীয় দলের টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই তার শেষ মঞ্চ।

এমন সময়ে নেতৃত্ব ছাড়ার ঘোষণায় কোহলির ওপর বেজায় চটেছেন সাবেক ভারতীয় ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তার প্রশ্ন, টুর্নামেন্টের আগমুহূর্তে কোহলি কেন এমন ঘোষণা দেবেন!

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেছেন, ‘এমন ঘোষণার টাইমিং অবাক করার মতো। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগেই এমন ঘোষণা। যদি নেতৃত্ব ছাড়তেই হয়, তাহলে টুর্নামেন্টের শেষেও ছাড়তে পারত। কারণ এমন ঘোষণায় দলে বিরূপ প্রভাব পড়তে পারে।

ক্রিকেটাররা আবেগী হয়ে যেতে পারে। তাছাড়া ক্রিকেটারদের ওপরেও অহেতুক চাপ পড়ে যায়। আরসিবি এখন যে পজিশনে রয়েছে। তাতে এমন বিষয় মোটেই কাম্য নয়।’

গম্ভীর আরও বলেছেন, ‘নেতৃত্ব ছাড়া এবং অবসর গ্রহণ- এমন সিদ্ধান্ত সবসময়ই ব্যক্তিগত। এমন ঘটনার জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়। যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তার উপলব্ধির ওপরেই এমন সিদ্ধান্ত নিতে হয়।

কোহলি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা আবেগী মুহূর্ত হতে যাচ্ছে। এমন সিদ্ধান্ত মোটেই সহজ নয়। ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের আবেগে না ভেসে যেমনভাবে এতদিন খেলে চলছিল, সেভাবেই খেলে যাওয়া উচিত।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন