বিসিসিআই বাড়াল ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি

প্রকাশিত: সেপ্টে ২০, ২০২১ / ০৯:৫৯অপরাহ্ণ
বিসিসিআই বাড়াল ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি

জাতীয় দলের ভিত্তি হলো ঘরোয়া ক্রিকেট। যে দেশের ঘরোয়া ক্রিকেট শক্তিশালী, তাদের জাতীয় দলও ভালো করছে। এর সবচেয়ে বড় উদাহরণ ভারত।

দুর্দান্ত ঘরোয়া ক্রিকেট কাঠামো তৈরির পাশাপাশি এবার ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।পাশাপাশি, ২০১৯-২০ মৌসুমে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের ৫০ শতাংশ ম্যাচ ফি বাড়িয়ে দেওয়া হবে।

এতদিন ভারতের ঘরোয়া ক্রিকেটাররা একাদশে থাকলে ম্যাচ ফি হিসেবে প্রতিদিন পেতেন ৩৫ হাজার রুপি। রিজার্ভে থাকলে পেতেন ১৭,৫০০ রুপি। নতুন ঘোষণা অনুসারে, যারা ২০ বা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তারা দৈনিক ৪০ হাজার রুপি পাবেন। আর যারা ২১-৪০টি ম্যাচ খেলেছেন, তারা ৫০ হাজার রুপি করে পাবেন।

যারা ৪০টির বেশি ম্যাচ খেলেছেন, তারা একাদশে থাকলে দৈনিক ৬০ হাজার রুপি করে পাবেন। রিজার্ভে থাকলে প্রতি ক্ষেত্রেই দৈনিক ম্যাচ ফি-র পরিমাণ অর্ধেক হবে।

অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা এতদিন দৈনিক ১৭,৫০০ রুপি করে পেতেন। এবার থেকে তারা দৈনিক ২৫ হাজার রুপি করে পাবেন। অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেটাররা যথাক্রমে ২০ হাজার এবং ৭ হাজার রুপি করে পাবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন