বিমানের কেবিন ক্রু বিপুল পরিমাণ দে‌শি‌-‌বি‌দে‌শি মুদ্রাসহ আটক

প্রকাশিত: সেপ্টে ১৮, ২০২১ / ১১:২৫অপরাহ্ণ
বিমানের কেবিন ক্রু বিপুল পরিমাণ দে‌শি‌-‌বি‌দে‌শি মুদ্রাসহ আটক

বিপুল পরিমাণ দে‌শি‌-‌বি‌দে‌শি মুদ্রাসহ বিমানের কেবিন ক্রু আটক
বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ বিমানের সেহজাদ না‌মে এক কেবিন ক্রুকে আটক করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার সন্ধ‌্যা সা‌ড়ে ছয়টার দি‌কে জেদ্দাগামী বিমান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন