আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল নারী দল

প্রকাশিত: সেপ্টে ১৮, ২০২১ / ১১:১৮অপরাহ্ণ
আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল নারী দল

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিছুদিন আগেই মুখোমুখি হয়েছিল ল্যাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা এবং ব্রাজিল। কিন্তু মাত্র ৫ মিনিট খেলা হওয়ার পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা নারী ফুটবল দল। সেখানে শেষ হাসি হাসে ব্রাজিলের মেয়েরা।

আর্জেন্টিনাকে ৩-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল নারী দল। নিজেদের মাঠে ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানে দি অলিভেইরা। লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন নিকোলে রাইসলা। ৫৯তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন অ্যাঞ্জেলিনা। ম্যাচের ৭৩তম মিনিটে একটি গোল করে পরাজয়ের ব্যবধান কমান আর্জেন্টিনার ফ্লোরেন্সিয়া বন্সেগুন্ডো।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন