দেখে নিন চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: সেপ্টে ১৮, ২০২১ / ১১:১২অপরাহ্ণ
দেখে নিন চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ

করোনা সংক্রমণের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের খেলা। রোববার রাত ৮টায় আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।

আইপিএলের ১৪তম আসরের ৩০তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আইপিএলে অতীতে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন হয় মুম্বাই। আর তিনবার শিরোপা জিতে নেয় চেন্নাই।

চলতি আসরে প্রথম দেখায় চেন্নাইকে ৪ উইকেটে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। ফিরতি লেগে মুম্বাইয়ের বিপক্ষে সেই হারের বদলা নিতে চাইবে ধোনির চেন্নাই সুপার কিংস।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, ইশান কিশান, সুরাইয়া কুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, করুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জয়ন্ত যাদব, জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন