‘নাটক’ সাজিয়ে সিনেমার প্রচারণা

প্রকাশিত: সেপ্টে ১৭, ২০২১ / ১০:৩৮অপরাহ্ণ
‘নাটক’ সাজিয়ে সিনেমার প্রচারণা

মিথিলাকে কেন্দ্র করে নির্মাতা অনন্য মামুন একটি ছবির প্রচারণা চালানোর অভিনব উপায় ব্যবহার করছেন। একই সঙ্গে যে ছবির প্রচারণা চালাতে চান বা আলোচনায় আনতে চান, ওই ছবির কুশীলবদেরও একই পন্থায় প্রচারণা চালাতে দেখা গেছে। নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‌‌‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন মিথিলা।

অনন্য মামুন ফেসবুকে রাফিয়াথ রশিদ মিথিলার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে… এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনো দিন কাউকে নিয়ে বলিনি… এবার বলব।’

নির্মাতার এমন পরিকল্পনার ফাঁদে পা দিয়ে শিল্পী-কুশলীরাও ফেসবুকে লিখতে শুরু করেন। চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘অথচ কথাচাপা অনেক দিনের অভ্যাস। যেহেতু পরিচালক মামুন ভাই বলবে, আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? আমিও এবার বলব। হোক না বন্ধু।’ নিরবের সেই পোস্ট শেয়ার করে অনন্য মামুন লিখেছেন- ‘হোক প্রতিবাদ।’

‘অমানুষ’ সিনেমায় মিথিলার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব। পর্দার বাইরে তারা দুজন ভালো বন্ধুও বটে। তবে নিরবও মিথিলাকে ছেড়ে কথা বলেননি।

এ বিষয়ে কৌশল অবলম্বন করে অনন্য মামুন গণমাধ্যমকে বক্তব্য দিচ্ছেন, এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। অনেক অন্যায় করেছেন তিনি (মিথিলা) আমাদের সঙ্গে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ২০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরব।

আর এ রাহুল লিখেছেন, ‘এত দিন সবাই চুপ ছিলাম! মানুষের মতো হলেও কিন্তু সবাই মানুষ হয় না। আমাদের ডিরেক্টর মামুন ভাই যেহেতু মুখ খুলেছেন, তাই আমিও কিছু বলব… জাস্ট ওয়েট!’

এসব সাজানো একটা ‘নাটক’, কেননা ১৬ সেপ্টেম্বর এই নাটক শুরুর পাঁচ দিন আগে- অর্থাৎ ১১ সেপ্টেম্বর মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করে অনন্য মামুন লিখেছেন, ‘আমরা হাসি আড্ডা সিনেমা শেষ করেছি…এক দিনে একসঙ্গে তিনটি মাধ্যমে রিলিজ হবে ‘অমানুষ’। দেখা হবে দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সবচেয়ে বড় সিনেপ্লেক্স ও টেলিভিশনে। নতুন কিছুর শুরু হোক নতুন করে। চলচ্চিত্র ফিরে আসুক তার নিজের রূপে…’

অর্থাৎ মিথিলার সঙ্গে কোনো ঝামেলাই নেই। আর কুশীলবদের পোস্ট দেখলে সহজেই বোঝা যায়, নাটকের চিত্রনাট্য খুবই দুর্বল। কেননা নেটিজেনরা সহজেই অনুমান করে ফেলছেন, আসলে কী বলতে চাইছেন নির্মাতা ও কুশলীরা।

এসবকে ফালতু কৌশল হিসেবে অভিহিত করেছেন নেটিজেনরা। বিশেষ করে চলচ্চিত্র দর্শকরা সোশ্যাল হ্যান্ডেলে বলছেন, পরিচালক ভাইরাল হতে চান, এ জন্য ভাইরাল ইস্যু নিয়ে কাজ করেন।

একজন তরুণ নির্মাতা বলেন, আলোচনায় আসার জন্য এই পদ্ধতি অনন্য মামুনের নতুন নয়। বাজারে যারাই ভাইরাল হয়, তাদেরকে তিনি ধরেন। এবারে ভাইরালের কিছু নেই, একটা ‘ফালতু’ হাইপ তোলার চেষ্টা করছেন তিনি। আরে ভাই সিনেমা ভালো হলে এমনি মানুষ দেখবে। এসব নোংরামি। মিথিলাকে গিনিপিগ বানিয়ে প্রচারণা, এটা জাস্ট নিম্ন মানসিকতার। তারা চায় নিউজ হোক, হ্যাঁ, দেখলাম তো নিউজ হয়েছে। সৃজনশীলতা এভাবেই হারিয়ে যাবে।

মিথিলা কলকাতায় শেষ করেন ‘মায়া’ সিনেমা। এ ছাড়া আরো নতুন দুই সিনেমার খবর জানিয়েছেন মিথিলা। তার দ্বিতীয় সিনেমা ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ নির্মাণ করবেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে পর্দায় হাজির হবেন ববি চক্রবর্তী। এ ছাড়া ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ‌্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। এতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন