নববধূ যে কারণে আত্মহত্যা করলেন বিয়ের ১ মাস ৭ দিন পর

বিয়ের ১ মাস ৭ দিন পর জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আঁখি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আঁখি ওই গ্রামের শামীম আহম্মেদের স্ত্রী। মোবাইল ফোনে অন্যের সঙ্গে কথা বলা নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আঁখি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
জানা যায়, সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে আঁখির সঙ্গে এক মাস ৭ দিন আগে বিয়ে হয় পাটাধোয়া গ্রামের শামীম আহম্মেদের সঙ্গে। শামীম পেশায় পোশাককর্মী। বিয়ের পর থেকেই তাদের মধ্যে চলছে কলহ। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে থাকাকালে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, বৃহস্পতিবার কলেজ শিক্ষার্থী গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন