ইরান চালু করল আফগানিস্তানের সঙ্গে ফ্লাইট

প্রকাশিত: সেপ্টে ১৫, ২০২১ / ১১:২৬অপরাহ্ণ
ইরান চালু করল আফগানিস্তানের সঙ্গে ফ্লাইট

আফগানিস্তানে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে প্রতিবেশী দেশ ইরান। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির সঙ্গে বিশ্বের অন্যন্য দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ১৫ আগস্টের পর ইরান-আফগানিস্তানের মধ্যে প্রথম ফ্লাইট এটি।

বুধবার ফার্স নিউজ এজেন্সি জানায়, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তর শহর।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ আগস্ট থেকে নিরাপত্তার কারণে কাবুলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: ফ্রান্স২৪

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন