বাংলাদেশে বসে চ্যাম্পিয়ন্স লিগ দেখবেন যেভাবে

বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের পর্দা উঠেছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)। শ্রেষ্ঠত্বের এই লড়াই ঘিরে বাড়তি উন্মাদনা বিশ্বব্যাপী ফুটবল ভক্ত-সমর্থকদের। বর্তমান সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন লিগের।
অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মেসিকে দলে ভিড়িয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাব পিএসজি। অন্যদিকে, ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় নিজেদের গৌরব ফিরিয়ে আনতে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে ফিরিয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টায় মাঠে নামবে মেসির পিএসজি। অন্যদিকে, মৌসুমের প্রথমদিনই খেলেছে রোনালদোর ম্যানইউ। যদিও শুরুতেই হোচট খেয়েছে ক্লাবটি।
২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে ইয়ং বয়েসের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত রোনালদোর গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের ক্লাবটির কাছে ২-১ গোলে হেরে বসে রেড ডেভিলরা। ম্যাচের অন্তিম মুহূর্তে জেসে লিংগার্ডে ভুলের মাসুল গুনতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।
ভারতীয় উপমহাদেশে এবারের চ্যাম্পিয়ন্স লিগ সরাসরি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে সনি পিকচার স্পোর্টস নেটওয়ার্ক। টেলিভিশন চ্যানেল ছাড়াও অনলাইনেও ম্যাচগুলো লাইভ উপভোগ করতে পারবেন দর্শকরা।
টিভিতে যে চ্যানেলে দেখা যাবে
সনি টেন ১ এসডি/এইচডি,, সনি টেন ২ এসডি/এইচডি,, সনি টেন ৩ এসডি/এইচডি এবং সনি সিক্স খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
অনলাইনে যেভাবে দেখবেন
সনি লাইভ অ্যাপ, জিও টিভি লাইভ অ্যাপে সরাসরি দেখা যাবে। এ ছাড়া টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরা প্ল্যাটফর্মেও দেখা যাবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো।