ব্রিটিশ প্রধানমন্ত্রী মা হারালেন

প্রকাশিত: সেপ্টে ১৪, ২০২১ / ০৭:১১অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী মা হারালেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওল আর নেই। তার বয়স ৭৯ বছর। পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। খবর গার্ডিয়ানের।

সোমবার হাসপাতারের কর্তৃপক্ষ জানায়, এই চিত্রশিল্পী আকস্মিক এবং শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

বরিস জনসন একবার বলেছিলেন, সংসারে তার মা-ই ছিলেন ‘সর্বোচ্চ ক্ষমতাধর’ সদস্য।

তার মৃত্যুর পর বৃটেনের প্রধান রাজনৈতিক ব্যাক্তিত্বরা শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন বিরোধীদল লেবার পার্টির নেতা স্যার কেইর স্টার্মারও।

এক টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই ক্ষতির কথা জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। তিনি ও তার পরিবারের সকল সদস্যের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন