নাঙ্গলকোটের ১৮ দোকান আগুনে পুড়ল

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বিভিন্ন ধরনের অন্তত ১৮টি দোকানঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার পৌরসভার হরিপুর পশ্চিমপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে এক ঘণ্টার মধ্যে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, জান্নাত ভ্যারাইটিস দোকান ও অজ্ঞাত ব্যক্তির ভ্যারাইটিস দোকান, মহিনের চা বিতান, জাহাঙ্গীরের দোকান, সেলিমের ভ্যারাইটিস দোকান, অবির কেমিক্যাল দোকান, জুয়েলের ভাড়া বাসা, রাসেলের ভাড়া বাসা, ছোটনের ভাড়া বাসা, এনজিও কর্মকর্তা লিটন চাকমার মোটরসাইকেল ও আসবাবপত্র, মাইন উদ্দিনের ভাড়া বাসাসহ অন্তত ১৮টি দোকান ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. রাসেল বলেন, সোমবার সকাল ৬টার দিকে তার রুমের দক্ষিণ পাশে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় দোকান ও ভাড়া বাসাগুলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, আগুনে প্রায় ১৮টি দোকানঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় পাঠানো হবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন