অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে সালমান বাটের কটাক্ষ

প্রকাশিত: সেপ্টে ১৩, ২০২১ / ০৮:২১অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে সালমান বাটের কটাক্ষ

অস্ট্রেলিয়াকে ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া হাইপ্রোফাইল কোচ জন বুকাননকে নিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট।

ম্যাচ ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের সাবেক তারকা ওপেনার সালমান বাট জানিয়েছেন, অস্ট্রেলিয়ান কোচ জন বুকানন যখন টিম মিটিং করতেন তখন তা এতটাই বিরক্তিকর ছিল যে ক্রিকেটাররা সবাই তার টিম মিটিংয়েই ঘুমিয়ে পড়ত।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে জন বুকানন কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকাকালীন তার অধীনে খেলেছিলেন সলমান বাট।

জন বুকানন অস্ট্রেলিয়ার কোচ থাকাকালীন দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তার অধিনায়কত্বে তিনটি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া। অনেকেই বলেছেন সেই সময়ে অস্ট্রেলিয়া দল এতটাই শক্তিশালী ছিল যে আলাদা করে কোচের তেমন ভূমিকা ছিল না।

আইপিএলের প্রথম আসরে কেকেআরের কোচের দায়িত্ব পালন করা জন বুকানন ঠিক পরের বছরই বরখাস্ত হন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন