ভেনিসের রাস্তায় শ্রীলেখার মাথায় হাত, কারণ কী

প্রায় একমাস হয়ে গেল ইউরোপ সফরে রয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াচ্ছেন। তবে বেড়াতে গিয়ে হঠাৎই ভেনিসের রাস্তায় বসে পড়লেন শ্রীলেখা। অভিনেত্রীর ফেসবুক প্রোফাইলে উঠে এসেছে এমনই একটি ছবি। সেটা ঘিরেই চলছে চর্চা।
শ্রীলেখার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা লম্বা ঝুলের খোলামেলা পোশাক পরে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়েছেন অভিনেত্রী। তার চোখে কালো চশমা, পাশে রাখা একটা হলুদ ব্যাগ আর পায়ে স্যান্ডেল। কী এমন ঘটেছে?
অভিনেত্রী পোস্টেই স্পষ্ট ভেনিসে গিয়ে আরটিসিআর টেস্ট করাতে গিয়ে জোর ধাক্কা খেয়েছেন তিনি। সেখানে এই টেস্টের খরচ ১১২ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকা। তা শুনেই মাথায় হাত পড়েছে অভিনেত্রীর।
৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন কলকাতা’। এই ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা। সে কারণেই ভেনিসে গেছেন অভিনেত্রী। সবুজ শিফন শাড়িতে রেড কার্পেটে হাঁটতেও দেখা গেছে তাকে।
এবার ফেরার পালা। আগামী ১৫ সেপ্টেম্বর ফেরার কথা শ্রীলেখার। তবে করোনা পরীক্ষা না করে সেখান থেকে ফেরা যাবে না। তাই আরটিপিসিআর টেস্টের খোঁজ করতে গিয়েছিলেন। কিন্তু খরচ শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়েন অভিনেত্রী।
এর আগে ভেনিসের এক রেস্তোরাঁতে খেতে গিয়ে আঁতকে উঠেছিলেন শ্রীলেখা। সেখানে মাছের প্লেটের দাম ছিল ৬৩ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা। সেদিন মজা করে মাছের নাম দিয়েছিলেন ‘কালনাগিনী’।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন