ঢাকার ব্যবসায়ী হাওড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ

প্রকাশিত: সেপ্টে ১১, ২০২১ / ১০:৪১অপরাহ্ণ
ঢাকার ব্যবসায়ী হাওড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ

কিশোরগঞ্জের হাওড় পর্যটন এলাকা পরিদর্শনে এসে সৈয়দ জাহিরুর রহমান সাগর (৪৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার রাতে জেলার নিকলী-মিঠামইন হাওড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, নিখোঁজ সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি যশোর সদরের কাজীপাড়া কাঁঠালতলা গ্রামে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে জেলার নিকলী উপজেলা সদরের বেড়িবাঁধ পর্যটন এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওড়ে ঘুরতে যান সাগর।

সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে নিকলী সদরে ফিরে এসে গাড়িতে ওঠার সময় সাগরকে খুঁজে পাচ্ছিলেন না বন্ধু ও সহযাত্রীরা।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। তবে আজ শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও তার হদিস মিলছিল না।

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রেসিডেন্ট রিসোর্ট থেকে বন্ধুদের সঙ্গে অলওয়েদার রোডের বাথশাল সেতু এলাকায় ফিরে মাগরিবের নামাজ পড়েন সাগর। এরপর নিকলীর উদ্দেশে তাদের সঙ্গে ট্রলারেও ওঠেন তিনি।

ছাতিরচর ইউনিয়নের খরচবন এলাকা হয়ে নিকলী সদরে আসেন তারা। রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনার প্রস্তুতি ছিল তাদের। কিন্তু গাড়িতে ওঠার সময় সাগর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন তার সঙ্গে আসা বন্ধু পর্যটকরা।

মিঠামইন থেকে নিকলী আসার পথে চলন্ত ট্রলার থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছেন নিকলী থানার ওসি। তিনি আরও জানান, নৌকাতে তার ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোনটি পাওয়া গেছে। সব দিক মাথায় রেখে আপাতত তাকে উদ্ধারে বিভিন্ন স্পটে অভিযান চালানো হচ্ছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন