যশের বাড়ি ছাড়লেন পুনম, নুসরাতকে নিয়ে ব্যস্ত নায়ক

প্রকাশিত: সেপ্টে ১১, ২০২১ / ০৩:৪৩অপরাহ্ণ
যশের বাড়ি ছাড়লেন পুনম, নুসরাতকে নিয়ে ব্যস্ত নায়ক

অভিননেত্রী নুসরাত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের কথা কম-বেশি সবারই জানা। অনেকে যশকে নুসরাতের ছেলের বাসা হিসেবেও ধরে নিচ্ছেন। বালিগঞ্জের বাড়িতে এখন ঈশানকে দেখভাল করতে ব্যস্ত যশ-নুসরাত। আর তাতেই সরে দাঁড়ালেন মাসকয়েক আগে পর্যন্ত যশের ছায়াসঙ্গী পুনম ঝা।

যশ দাশগুপ্তর এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী পুনম। যশের ডাইমন্ড সিটির আবাসনে বাবা-মা এবং আগের পক্ষের ছেলেকে নিয়ে থাকতেন পুনম। যশের ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন পুনম, এমনটাই বলে থাকেন অনেকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে সাদা-কালো ছবি দিয়ে পুনম লিখেছেন, ‘রঙিন ছবি যেমন বর্ণনা করতে পারে, তেমনই সাদা-কালো ছবি অনেক অন্য রকম কথা বলে’।

সিরিয়ালের গণ্ডি পেরিয়ে রূপালি পর্দায় পা রাখা পর্যন্ত যশের পাশে ছিলেন পুনম। সেইসময় এক নামী প্রযোজনা সংস্থার এক সময়ের ক্রিয়েটিভ ম্যানেজার ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে যশ রাজনীতির দুনিয়ায় পা দিয়েছেন, সেই সফরেও সবসময় সঙ্গে ছিলেন পুনম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, যশের সব ‘ভালো’র দায়িত্ব নেয়া পুনম যশের বাড়ি ছেড়েছেন।

কিন্তু সেই দীর্ঘকালের সঙ্গী আচমকাই যশের বাড়ি থেকে চলে এলেন কেন? অনেকে বলছেন, যশের জীবনে নুসরত জাহানের প্রবেশের পর্যায় থেকে তার মা হওয়া— এই ঘটনাপ্রবাহই সম্ভবত পুনমের মন ভেঙে দিয়েছে।

যশ অবশ্য বলেন, পুনম তার ‘কাজকর্মের দায়িত্ব’ নিয়েছিলেন। যশের কাছে পুনমের পরিচয় এতটুকুই। কিন্তু পুনম? তিনি তার জমি ছেড়েই দিলেন শেষ পর্যন্ত!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন