টি-টোয়েন্টিতে আমাদের শক্তিশালী দল হবে এক বছর সময় দিলে : পাপন

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচ হেরে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। ২৭ রানে পরাজয়ের দিনে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের স্বস্তিও আছে। পরপর তিনটি সিরিজ জয় আসন্ন বিশ্বকাপে দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
একইসঙ্গে তিনি আজ বাংলাদেশের পারফর্মেন্সের সমালোচনাও করেছেন। পুরো সিরিজে টি-টোয়েন্টিতে যে রকম পারফর্মেন্স হওয়া দরকার সেরকম তিনি দেখেননি বলেও মন্তব্য করেছেন।
আজ শুক্রবার ম্যাচ শেষে পাপন বলেন, ‘যেহেতু তিনটা সিরিজ জিতলাম পরপর, এটা ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। …টি-টোয়েন্টিতে যে রকম পারফর্মেন্স হওয়া দরকার আমরা সেরকম পারফর্মেন্স দেখিনি।
অনেকেই বলতে পারেন, পিচ যদি ভালো হয়, ব্যাটিং কন্ডিশন যদি হয় তাহলে আরও ভালো করতে পারে। আমরা আশা করতে পারি। হয়তো ভালো হবে। প্রথম চারজনই (ব্যাটসম্যান) সবচয়ে গুরুত্বপূর্ণ। পরের ব্যাটসম্যানরা আপনাকে ম্যাচ জেতাতে সাহায্য করতে পারে। আমাদের তো পাঁচজন বোলার লাগবেই।’
তিনি আরও বলেন, ‘আজ তিনজন বোলার খেলিয়েছি ব্যাটিং লাইনআপ পরীক্ষার জন্য। যারা সুযোগ পায়নি এতদিন,অথচ বিশ্বকাপ স্কোয়াডে আছে; তাদের জন্য সুযোগ দেওয়া। মুস্তাফিজ, সাকিব, সাইফউদ্দিনের না থাকাটা প্রতিপক্ষের জন্য বিরাট সুযোগ ছিল।
আমরা আজ যে জায়গায় বল ফেলা উচিত ছিল, সেখানে ফেলতে পারিনি। সেটা নিউজিল্যান্ড দল কাজে লাগিয়েছে। পাওয়ারপ্লেতে আমরা পিছিয়ে পড়েছিলাম। সেটা কাভার করতে সমস্যা হয়েছে।’
চলতি প্রক্রিয়ায় এক বছর পর বাংলাদেশ শক্তিশালী টি-টোয়েন্টি দল হয়ে যাবে বলেও মনে করেন পাপন, ‘টি-টোয়েন্টিতে আমরা উন্নতির চেষ্টা করছি। পাঁচ-সাতটা নতুন ছেলেকে নিয়েছি।
সামনে আরও বাড়বে। একটা বছর যদি সময় দেওয়া যায় তাহলে অবশ্যই টি-টোয়েন্টিতে আমাদের একটা শক্তিশালী দল হবে। এখনকার দলটা খুব একটা শক্তিশালী নয়।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত আর নিউজিল্যান্ড যে কোনো ফরম্যাটেই আমাদের চেয়ে শক্তিশালী। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন যে, যে কোনো দলকে হারানো সম্ভব।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন