নাসুম বললেন খুব ভালো লাগছে, খুব খুশিও লাগছে

প্রকাশিত: সেপ্টে ৮, ২০২১ / ০৯:২৮অপরাহ্ণ
নাসুম বললেন খুব ভালো লাগছে, খুব খুশিও লাগছে

গত মার্চে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নাসুম আহমেদের। হ্যামিল্টনে অনুষ্ঠি সেই ম্যাচে তিনি ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু সবগুলো ম্যাচ হেরে নিউজিল্যান্ডের মাটিতে পরাজয়ের ধারাবাহিকতা ধরে রেখেছিল বাংলাদেশ।

এবার দেশের মাটিতে কিউইদের বাগে পাওয়া গেছে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই আজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর সিরিজ জয়ের অন্যতম নায়ক হিসেবে ম্যাচসেরা হয়েছেন নাসুম।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় নাসুম আহমেদ বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে আমার অভিষেক হয়েছিল। আমি প্রথম ম্যাচে দুই উইকেট পেয়েছিলাম। কিন্তু একটাও ম্যাচ জিততে পারিনি। মনে তাই কষ্ট ছিল। এবার হোম কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি।

খুব ভালো লাগছে আর খুব খুশিও লাগছে নিজে পারফর্ম করতে পেরেছি বলে। সিমে বল করার চেষ্টা করেছি। সবসময় চেষ্টা করেছি এক জায়গায় বল ফেলে যেতে।’

নাসুমের প্রথম আন্তর্জাতিক উইকেট ফিন অ্যালেন। হ্যামিল্টনের ওই ম্যাচে তিনি নাসুমের বলে বোল্ড হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন। আজও অ্যালেনকে আউট করেছেন নাসুম। তাই তার আনন্দটা বেশি, ‘ফিন অ্যালেন যখন রিভার্স সুইপ করছিল, তখন রিয়াদ ভাই আমাকে বলেন “অ্যালেন রিভার্স সুইপ করলে তুই একটু আস্তে বল করবি”। বোলিং করতে গিয়ে দেখি ও (অ্যালেন) একটু আগেই ঘুরে গেছে।

আমিও জোরের সঙ্গে বলটা করেছি। ওর মিস টাইমিং হওয়ায় আমি উইকেটটা পেয়ে গেছি। ফিন অ্যালেনের উইকেট সবচেয়ে ভালো লেগেছে। আগের ম্যাচেও টার্গেট ছিল ওর উইকেটটা পাওয়া। কারণ আমার ডেব্যু উইকেট ও। এছাড়া আজকেরটা নিয়ে গ্র্যান্ডহোমকেও আমি তিনবার আউট করেছি।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন