বিরল প্রজাতির মাছ মিলল পুকুরে

ছাতক শিল্পনগরী উপজেলায় জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এ মাছটির নাম ‘সাকার ফিস’। এর ওজন প্রায় ৫০০ গ্রাম।
সোমবার বিকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে ফখরউদ্দিনের নিজ পুকুর থেকে ওই মাছটি ধরা হয়।
শিক্ষক জুনাইদ আহমদ রুনু জানান, জেলেদের জালে ধরা পড়া মাছটি এখনো বেঁচে আছে। মাছটি বর্তমানে ফখরউদ্দিনের বাড়িতেই রয়েছে। বিরল প্রজাতির মাছটি দেখতে গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছেন।
এ মাছটি সাকার ফিস অথবা সাকার মাউথ যে নামেই ডাকি না কেন এটা এক ধরনের শোভাবর্ধণকারী একুরিয়ামের মাছ। এটি একটি বিদেশি জাতের মাছ বলে জানা গেছে।
পুকুর মালিক ফখরউদ্দিন জানান, সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।এর আগে এমন ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে বলে জানান শিক্ষক জুনাইদ আহমদ রুনু।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন