একদিন তুমি আমার অনুপস্থিতি টের পাবে: তানজিন তিশা

জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী তানজিন তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। রোববার সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকান্টে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে— ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করতে পারবে।’
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বড় নৌকার ডেকে বিরহ ভঙ্গিতে বসে আছেন অভিনেত্রী। তিশার এই ছবি ও ক্যাপশন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে। তবে কাকে উদ্দেশ করে তিনি এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট নয়।
জোভান-তিশার ‘রুম সার্ভিস’
নতুন একটি খণ্ড নাটক নিয়ে হাজির হলেন চলতি প্রজন্মের জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। নাটকের নাম ‘রুম সার্ভিস’। গতকাল সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়। এটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত।
ভিন্নধর্মী গল্পের এ নাটকে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, এখানে আলাদা একটি গল্পে আলাদা একটি চরিত্রে কাজ করেছি। আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে। তিশা বলেন, অনেক সুন্দর গল্পের নাটক। কাজ করতে গিয়ে ভালো লেগেছে। আশা করছি পছন্দ করবেন দর্শক।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন