চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস দেখা গেলো আরও এক নারীর শরীরে

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত আরও এক রোগীর সন্ধান পাওয়া গেছে। ৩৫ বছর বয়সী ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার এ বিষয়ে নিশ্চিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত না হয়েও এক নারী মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ৩ দিন আগে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
পরীক্ষা-নিরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এ নিয়ে চমেক হাসপাতালে তিনজন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
জানা গেছে, নগরীর হালিশহর এলাকার বাসিন্দা ওই নারী অতিরিক্ত ডায়াবেটিসে ভুগছিলেন।
এর আগে গত ২৫ জুলাই চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত নারী রোগী শনাক্ত হয়। কোভিড থেকে সুস্থ হওয়ার পর প্রথমে তার দাঁতব্যথা, এরপর মুখ ফুলে যাওয়া, পরে চোখ ও চোখের আশপাশের জায়গায় লালচে-কালো হয়ে যাওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সিটিস্ক্যানের পর মিউকরমাইকোসিস শনাক্ত হয়। ওই নারী এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন