ইংলিশ এই দর্শককে আক্কেল সেলামি দিতে হবে (ভিডিও)

প্রকাশিত: সেপ্টে ৪, ২০২১ / ০৮:০৫অপরাহ্ণ
ইংলিশ এই দর্শককে আক্কেল সেলামি দিতে হবে (ভিডিও)

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচ ড্র হলেও পরের দুই ম্যাচের মধ্যে একটি করে জয় পায় ভারত-ইংল্যান্ড।

লন্ডনের কিংসটন ওভালে চলমান চতুর্থ টেস্টে শুক্রবার হঠাৎ করেই লাইভ ম্যাচে মাঠে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস ওরফে জার্ভো নামে ইংলিশ এক সমর্থক।

চলতি সিরিজে এ নিয়ে তিনবার একই ভুল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে আক্কেল সেলামির অপেক্ষায় জার্ভো। এই ইউটিউবার হয়তো আলোচনায় আসতেই এমনটি করেছেন।

শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড ব্যাটিংয়ের সময়ে মাঠে ঢুকে পড়েন জার্ভো। সেই সময় স্ট্রাইকে ছিলেন ওলি পোপ। হুট করে মাঠে ঢুকে তিনি পোপকে বল করার ভঙ্গিতে দৌড় শুরু করে নন-স্ট্রাইকে থাকা জনি বেয়ারস্টোকে গুঁতো মারেন।

বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে এলে তারা মাঠে ঢুকে জার্ভোকে সরিয়ে নেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাঠে ঢুকে জনি বেয়ারস্টোকে সন্দেহজনকভাবে শারীরিক আক্রমণের অভিযোগে জার্ভোকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে মেট্রোপলিটন পুলিশ বলেছে, ওভাল ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার সন্দেহজনক শারীরিক আক্রমণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে দক্ষিণ লন্ডন পুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, মাঠে যেকোনোভাবে ঢুকে পড়া একেবারেই অগ্রহণযোগ্য।

লাইভ ম্যাচে হঠাৎ করে জার্ভোর মাঠে ঢুকে পড়া নিয়ে ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপ জানান, তার এমন কাণ্ড দেখে প্রথম প্রথম আমরা সবাই হেসেছি। কিন্তু এতে খেলা পাঁচ মিনিটের জন্য হলেও বন্ধ হয়েছে। বারবার এমন হলে মনোসংযোগে ব্যাঘাত ঘটে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন