চিলির বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী একাদশ

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩ তারিখে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ল্যাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল চিলি।বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলোতে সেরা অনেক তারকাকেই পাবেনা ব্রাজিল।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ৯জন প্লেয়ার ডেকেছিল ব্রাজিল যাদের আর পাচ্ছেনা এবারের ম্যাচগুলোতে।তাই স্বাভাবিক ভাবেই ব্রাজিলের একাদশে বেশ নতুনত্ব আসতে চলছে। তারমধ্যে ব্রাজিলের গনমাধ্যম গ্লোবো ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশে আছেন:- গোলকিপার- ওয়েভারটন। ডিফেন্ডার:- আলেক্স সান্দ্রো, মার্কুইনহোস, মিলিটাও, দানিলো। মিডফিল্ডার:- ব্রুনো গুইমারেস, ক্যাসমিরো, লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড:- নেইমার জুনিয়র, ম্যাথিউস কুনহা, গ্যাবিগোল।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন