পরিচালক সমিতি ২৫ দিন পর বলছে, পরী মণির গ্রেপ্তার ‘বাড়াবাড়ি’

প্রকাশিত: আগ ৩১, ২০২১ / ১১:১৬অপরাহ্ণ
পরিচালক সমিতি ২৫ দিন পর বলছে, পরী মণির গ্রেপ্তার ‘বাড়াবাড়ি’

মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি গ্রেপ্তারের ২৫ দিনের মাথায় তাঁর জামিন চেয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সেই সঙ্গে পরী মণিকে গ্রেপ্তারে ‘বাড়াবাড়ি’ করা হয়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনটির প্যাডে সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পরিষ্কার জানাতে চাই, পরী মণি আমাদের প্রিয় শিল্পী। তাঁর গ্রেপ্তারে বাড়াবাড়ি করা হয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন বলে আইনজীবী পত্রিকায় যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়। পরী মণি আমাদের দেশের জনপ্রিয় শিল্পী।

তিনি দোষী নাকি নির্দোষ, তা আদালতে প্রমাণ হবে। কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার পরী মণির আছে। সুতরাং আমরা মনে করি, পরী মণিকে অবিলম্বে জামিন দিয়ে সত্য-মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়া হোক। তাঁর প্রতি সুবিচার হোক।’

পরী মণির ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানোর কারণ ব্যাখ্যা করে জানানো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরী মণির বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার সুযোগ পায়নি সমিতি।

গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব। দুই দফায় রিমান্ড শেষে গত ১৩ আগস্ট কারাগারে পাঠানো হয় এই চিত্রনায়িকাকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন