পিএসজিতেই কি থেকে যাচ্ছেন এমবাপ্পে?

প্রকাশিত: আগ ৩০, ২০২১ / ০৯:১৮অপরাহ্ণ
পিএসজিতেই কি থেকে যাচ্ছেন এমবাপ্পে?

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসতেই কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে গমনের গুঞ্জন বেড়ে যায়। কয়েকদিনের মাঝেই সেটি আর গুঞ্জনের পর্যায়ে থাকে না।

কারণ ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে পেতে রিয়াল মাদ্রিদ প্রথম দফায় ১৬ কোটি ইউরোর প্রস্তাব দেয়। পিএসজি তা নাকচ করলে দ্বিতীয় দফায় ১৮ কোটি ইউরোর প্রস্তাব দেয় রিয়াল। এরপরেও নাকি এমবাপ্পেকে ছাড়তে রাজি নয় পিএসজি।

স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, এমবাপ্পে হয়তো এই মৌসুম প্যারিসের ক্লাবটিতেই থেকে যাচ্ছেন। এই গুঞ্জনে হাওয়া দিয়েছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো। রবিবার মেসির ‘অভিষেক ম্যাচ’ শেষে তিনি বলেন, ‘কিলিয়ান আমাদের খেলোয়াড়।

সবাই জানে, ফুটবল ও ব্যবসায় সবসময় নানা গল্প ও গুজব থাকেই। আমাদের ক্লাব সভাপতি ও ক্রীড়া পরিচালক এ ব্যাপারে অবস্থান পরিষ্কার করেছেন এবং এখনও সে এখানে আছে। তাকে দলে পেয়ে আমি খুবই খুশি।’

পিএসজির হয়ে মেসির অভিষেক ম্যাচে ২ গোল করেন এমবাপ্পে। রাঁসের বিপক্ষে ওই দুই গোলেই জয় পায় পিএসজি। কিছুদিন আগে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো অবশ্য বলেছিলেন, পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিতে চান এমবাপে।

কিন্তু এমবাপে এখনও পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি। পচেত্তিনো আরও বলেছেন, ‘সে বর্তমানের সেরাদের একজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তাকে আমাদের সঙ্গে পাওয়া একটা উপহার।’

তাই নতুন গুঞ্জন শুরু হয়েছে যে, এমবাপ্পে কি তাহলে প্যারিসেই থেকে যাচ্ছেন?

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন