কোথায় লেখা আছে সংগীত হারাম : তালেবান নেতাকে সামির চ্যালেঞ্জ

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইসলামে সংগীত নিষিদ্ধ। তাই আশা করছি, আমরা লোকজনকে এ ধরনের কর্মকাণ্ড না করার বিষয়টি বোঝাতে পারব, তবে চাপ প্রয়োগ করে না।’
এমন বক্তব্যে আফগানিস্তানে ফের নিষিদ্ধ হতে পারে সংগীত এমন শঙ্কার খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের তেমনি এক খবর নিজের ফেসবুকে শেয়ার করে ভারতের জনপ্রিয় সংগীত তারকা আদনান সামি তালেবান মুখপাত্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
https://www.facebook.com/AdnanSamiLive/posts/382998886527824
আজ রোববার সকালে আদনান সামি ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় জাবিহুল্লাহ মুজাহিদ, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এটা দেখান যে পবিত্র কোরানের কোথায় উল্লেখ আছে সংগীত হারাম বা ইসলাম পরিপন্থি! এটাও আমাকে দেখান যে কোনো একটা হাদীস যেখানে মহানবী মুহাম্মাদ (স.) এমন কিছু উল্লেখ করেছেন। কোথাও নেই।’
নব্বইয়ের দশকে তালেবান শাসনকালে দেশটিতে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কড়াভাবে নিষিদ্ধ ছিল। আর কেউ এই নিয়ম অমান্য করলে তাঁকে গুরুতর শাস্তি পেতে হতো।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন