শেখ রাসেল ক্রীড়া চক্র ৩ হাজার অসহায়কে খাদ্যসামগ্রী দিল

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনা সভা ও কর্মহীন-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলার ৩ হাজার মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সাজ্জাদ হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র মো.রমজান আলী,
জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুব আলম জনি।
পরিচালক সাজ্জাদ হায়দার বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র খেলাধুলার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করে থাকে। গত বছর বন্যা ও করোনা ভাইরাসের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার জাতীয় শোক দিবসের মাসেও মানুষের পাশে দাঁড়িয়েছে। খেলাধুলার পাশাপাশি মানবসেবায় কাজ করে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন