প্রেমিকের বিয়ের খবর শুনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন তরুণী

এক কলেজছাত্রী প্রেমিকের বিয়ের খবর শুনে গত দুই দিন ধরে তার বাড়িতে অনশন করছেন। তবে লাপাত্তা তার প্রেমিক। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরি গ্রামে। ঘটনার কথা শুনেও পুলিশ, স্থানীয় লোকজন বা চেয়ারম্যান-মেম্বাররা কোনো ধরনের পদক্ষেপ নেননি। এ অবস্থায় প্রেমিকাকে দেখেই লাপাত্তা হয়ে যান প্রেমিক।
এদিকে ওই কলেজছাত্রী আল্টিমেটাম দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিয়ে না করলে তিনি প্রাণ দেবেন। স্থানীয় সূত্র জানায়, প্রেমিক হচ্ছেন ওই গ্রামের মজলু মিয়ার ছেলে রানা। তিনি একটি সরকারি চাকরি করেন।
তার বর্তমান কর্মস্থল নরসিংদী জেলার কোনো এক থানায়। তিনি পাশের মাওহা ইউনিয়নের তাতীর পায়া গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
ওই কলেজছাত্রী জানান, বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও তৈরি করেন রানা। একপর্যায়ে হঠাৎ করে রানা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বাড়িতে না পাওয়ায় ও মোবাইল বন্ধ থাকায় খোঁজ নিয়ে জানতে পারেন রানা খুব শিগগিরই তার চাচাতো বোনকে বিয়ে করবেন।
লাকডাউনের কারণে এতদিন বিয়ে সম্পন্ন হয়নি। এ ঘটনা জানতে পেরে তিনি গত দুই দিন আগে রাতে নিজের বাড়ি ছেড়ে প্রেমিক রানার বাড়িতে এসে অবস্থান নেন। তখন রানা উপস্থিত থেকে জানিয়ে দেন পরিবারের সম্মতি ছাড়া তাকে বিয়ে করা সম্ভব নয়। এ কথায় তিনি রানার ঘরে প্রবেশ করে অনশন শুরু করেন বিয়ের দাবিতে।
কলেজছাত্রী আরো জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি রানা তাকে বিয়ে না করে তবে তার কাছে থাকা বিষ খেয়ে নিজের প্রাণ দেবেন। আর এ জন্য দায়ী থাবকেন রানাই।
এ বিষয়ে জানতে রানার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, তিনি লোকমুখে শুনেছেন একজনের বাড়িতে এক তরুণী অবস্থান করছেন। কেন করছেন তা তাঁর জানা নেই। এ বিষয়ে ওই তরুণীর পক্ষ থেকে অভিযোগ না পেলে কোনো পদক্ষেপ নিতে পারবেন না বলেও জানান তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন