সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত: আগ ২৮, ২০২১ / ০২:০৬অপরাহ্ণ
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

সাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। তবে লঘুচাপটি বাংলাদেশের ওপর তেমন প্রভাব ফেলবে না। এর প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমকালকে বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি বাংলাদেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ কিংবা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করবে।’

তিনি আরও বলেন, ‘লঘুচাপটি স্থলভাবে উঠে গেলে বৃষ্টি বাড়বে, সেই প্রভাবে আগামী দু-দিন পর বাংলাদেশেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এর আগে গত ১৬ আগস্ট পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেটিও ভারতের স্থলভাগে গিয়ে শেষ হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন