রাকুল প্রীত সিং ফাঁসলেন মাদক মামলায়

মাদক মামলায় ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং, ‘বাহুবলী’ খ্যাত তারকা রানা দাগগুবাতি এবং আরো ১০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
এর মধ্যে রাকুলকে ৬ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর রানা, ৯ সেপ্টেম্বর তেলেগু অভিনেতা রবি তেজা এবং ৩১ সেপ্টেম্বর চলচ্চিত্র নির্মাতা পুরী জগন্নাথের বিরুদ্ধে সমন জারি করেছে ইনফোর্সমেন্ট ডিরক্টেরেট।
সংস্থাটির জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেছেন, তাদের এখনই অভিযুক্ত বলা হচ্ছে। আসলে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে।
২০১৭ সালে তেলেঙ্গানা এক্সাইজ অ্যান্ড প্রহিবিশন ডিপার্টমেন্ট ৩০ লাখ রুপি মূল্যের মাদক জব্দের পর ১২টি মামলা করে। এসব মামলায় অর্থপাচারের বিষয় তদন্ত শুরু করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এ পর্যন্ত এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১১ জন চলচ্চিত্র অঙ্গনের মানুষ।
সূত্র : এনডিটিভি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন