সড়ক দুর্ঘটনায় নাজিফাসহ দুই অভিনেতা, আইসিইউতে দুই

তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী নাজিফা তুষি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। এই দুর্ঘটনায় তিনশিল্পীসহ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে আইসিউতে নেয়া হয়েছে।
আরও পড়ুন… নুসরাতের সন্তানের নাম-পিতৃপরিচয় নিয়ে আলোচনা তুঙ্গে বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার এ এস আই রোকনুজ্জামান বলেন, গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।
জানা গেছে, ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন আহতেরা।
উল্লেখ্য, নেটওয়ার্কের বাইরে নামে একটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নাজিফা তুষি, শরিফুল রাজ ও খায়রুল বাসার। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ওয়েব চলচ্চিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন