সৌদি আরব অনুমোদন দিল চীনের টিকা

চীনের তৈরি করোনার টিকা সিনোফার্ম ও সিনোভ্যাককে অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার। বুধবার ( ২৫ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ওই খবরে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের ভ্যাকসিন বা টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি ভ্যাকসিন অনুমোদন পেল। সৌদি আরব আগে করোনার চারটি ভ্যাকসিন বা টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা চীনের তৈরি সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছে তারা এখন থেকে সৌদিআরবে প্রবেশ করতে পারবেন। ফলে চীনের ভ্যাকসিন বা টিকা গ্রহণকারী বাংলাদেশীদের ওমরাহ হজ্ব পালনে আর বাধা রইল না।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন