দেশত্যাগী আফগানদের উগান্ডা পাঠিয়েছে আমেরিকা

তালেবানদের আ;ত;ঙ্কে দেশত্যাগী আফগানদের একটি দলকে আফ্রিকার উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সাময়িকভাবে তাদেরকে সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে বলে জানিয়েছে উগান্ডা সরকার ও কূটনৈতিক কর্মকর্তারা।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আজ সকালে উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা ৫১ জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল।’
বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে ‘ঝুঁকিতে থাকা’ আফগানদের সাময়িকভাবে উগান্ডা আশ্রয় দিচ্ছে। উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগানএবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
সূত্র: ডয়চে ভেলে
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন