যুক্তরাজ্যের তেমন কিছু করার নেই আফগানিস্তান নিয়ে : ব্রিটিশ মন্ত্রী

প্রকাশিত: আগ ২৫, ২০২১ / ১১:০০অপরাহ্ণ
যুক্তরাজ্যের তেমন কিছু করার নেই আফগানিস্তান নিয়ে : ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের সাবেক মধ্য প্রাচ্য বিষয়ক প্রতিমন্ত্রী এলিস্টার বার্ট বলেছেন, আফগানিস্তানে যুক্তরাজ্য সুবিধাজনক অবস্থানে নেই।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রীর এই মন্তব্যের অর্থ হলো- আফগানিস্তানে যা কিছু ঘটছে তাতে যুক্তরাজ্যের তেমন কিছু করার নেই।

এলিস্টার বার্ট বলেন, আফগানিস্তানে তালেবান শরিয়াহ আইন চালু করতে যাচ্ছে। এখন অন্য দেশের সরকার এটা পছন্দ না করলেও কিছু করার নেই। অর্থাৎ যারা তালেবানের শরিয়াহ আইন পছন্দ করবে না, তালেবানকে তারা কিছু করতেও পারবে না।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ এবং সরকারদের পক্ষে এটা বলা কঠিন যে, তাদের কিছু করার নেই। কারণ, কেউ এটা শুনতে চায় না। কিন্তু এটা চরম সত্য এবং বাস্তব যে , আমাদের কিছু করার সাধ্য খুব সীমিত।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন