ভারত চরম ব্যাটিং বিপর্যয়ে পরেছে

ইংল্যান্ডের মাঠে ধুঁকছে ভারতীয় ক্রিকেট দল। ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।
জেমস অ্যান্ডারসন আর ওলি রবসনের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। একাই তিন উইকেট নেন ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার অ্যান্ডারসন। দুই উইকেট শিকার করেন রবসন।
৫৮ রানে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বৃত্তবন্দি হয়ে পড়েছে ভারত। দলকে খেলায় ফেরাতে শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন ওপেনার রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কোহলি-রাহানেরা।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তাকে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটি গড়ার চেষ্টা করে যাচ্ছেন ভারত সেরা ওপেনার রোহিত।
নটিংহ্যামে সম্ভাবনা জাগিয়েও বৃষ্টির বাগড়ায় জয় পায়নি ভারত। লর্ডসে ব্যাটে-বলের নৈপুণ্যে স্বাগতিক ইংল্যান্ডকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারায় বিরাট কোহলিরা।
পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই খেলায় দাপট দেখানো ভারত লিডসে টস জিতে ব্যাটিংয়ে নেমেই জেমস অ্যান্ডারসনের গতির মুখে বিব্রত অবস্থায় পড়ে যায়।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার লোকেশ রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন অ্যান্ডারসন। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা চেতেশ্বর পুজারাকে একই কায়দায় ফেরান ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।
তৃতীয় টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪.১ ওভারে মাত্র ৪ রানে লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারার উইকেট হারিয়ে বিপদে রয়েছে ভারত।
দলকে খেলায় ফেরানোর আগেই অ্যান্ডারসনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সবশেষ আট ইনিংসে ফিফটির দেখা পাননি তিনি। ইংল্যান্ড সফরে এ নিয়ে চার ইনিংসে কোহলির সংগ্রহ মাত্র ৬৯ রান।
কোহলি আউট হওয়ার পর মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ওলি রবসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আজিঙ্কা রাহানে। দুপুরের খাবার শেষে মাঠে নেমেই রবসনের দ্বিতীয় শিকার হন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তার বিদায়ের মধ্য দিয়ে ৫৮ রানে ৫ উইকেট হারায় ভারত।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন