নায়িকা স্পর্শিয়া এক নির্মাতার দুই সিনেমায়

‘জলকিরণ’ ও ‘রক্তময়ূর’ শিরোনামে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমা দুটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা এইচ আর হাবিব।
এ খবর নিশ্চিত করে অর্চিতা স্পর্শিয়া জানিয়েছেন, “আমি যে ধরনের সিনেমায় অভিনয় করতে চাই বা করি, দুটির গল্পই তেমন। সে কারণেই যুক্ত হওয়া। ‘জলকিরণ’ সিনেমার নায়ক হিসেবে যুক্ত হয়েছেন নিরব ভাই। অন্যটির নায়ক এখনও চূড়ান্ত নয়।”
সিনেমা দুটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। এর আগে তিনি ‘রূপগাওয়াল’ ও ‘ছিটমহল’ শিরোনামে দুটি সিনেমা নির্মাণ করেছেন।
তাঁর ভাষ্য, “‘জলকিরণ’ বৈজ্ঞানিক কল্পকাহিনি ও শিশুতোষ ছবি। স্যাটায়ারের মাধ্যমে বিভিন্ন বিষয় এর গল্পে তুলে ধরা হবে। আর ‘রক্তময়ূর’ অ্যাকশন থ্রিলার সিনেমা। আসছে শীতে সিনেমা দুটির শুট শুরু হবে।”
সিনেমা দুটি প্রযোজনা করছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কে এফ বেঙ্গল আর অ্যান্ড ডি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন