আরমানের দুই হাত নেই, তবু হাঁকান বিশাল ছক্কা (ভিডিও)

দুই হাতের কব্জি নেই। তাতে কি? লক্ষ যে অটুট। প্রতিবন্ধিতার দোহাই দিয়ে দমিয়ে রাখা যায়নি পারেনি ক্রিকেটপাগল আরমান আলীকে। ক্রিকেটের প্রতি তার রয়েছে আবেগ আর ভালোবাসা। তাই তো কব্জিবিহীন দুই হাতে স্বাভাবিক খেলোয়াড়দের মতোই ব্যাট ও বল করে যাচ্ছেন তিনি। ফিল্ডিংয়েও দূরন্ত।
খুলনার খালিশপুরের এই ক্রিকেট পাগল আরমানকে নিয়ে একটি প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন।
জানা গেছে,আরমান নিয়মিত ক্রিকেট খেলেন খুলনার অনির্বাণ ক্লাবে। তার দুই হাতের কব্জি নেই। তারপরও সাবলীল ভঙ্গিমায় বল করেন তিনি। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে ব্যস্ত রাখেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। শুধুই কি বল, কব্জিবিহীন দুই হাত দিয়ে ব্যাটিং করেন দুর্দান্ত, হাঁকান বিশাল ছক্কাও।
ঢাকার একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন আরমান। ২০১৫ সালের ১৫ মে কাজ করার সময় অসাবধনতায় মেশিনে তার দুই হাতের কব্জি কাটা পড়ে। কাজ হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেন নিজ বাড়ি খুলনার খালিশপুরে। প্রথম দিকে শারীরিক ও প্রাত্যহিক কাজে সমস্যা হলেও এখন অনেক কিছু নিজেই করেন তিনি।
খালিশপুরে বঙ্গবাসী স্কুল মাঠে সতীর্থদের সহায়তা নিয়ে অদম্য মনোবল নিয়ে ক্রিকেট খেলাকে রপ্ত করেছেন আরমান।
তার সতীর্থরা জানান, একজন স্বাভাবিক খেলোয়াড়ের চেয়েও ভালো খেলে আরমান।
আরমানের ছয় সদস্যের পরিবারে বাবা শুকুর আলীর ছোট একটি মুদি দোকান রয়েছে। এই দোকানই তাদের ভরণপোষণের একমাত্র অবলম্বন। দোকানের পরিসরটা আরেকটু বড় করার ইচ্ছা আরমানের, যাতে পরিবারে স্বচ্ছলতা ফিরে।
আরমান বলেন, এলাকার বিত্তবানরা সহযোগিতা করলে দোকানটা একটু বড় করতে পারতাম। প্রতিবন্ধিতা জয় করে অদম্য বাসনা নিয়ে খেলে যাওয়া এই ক্রিকেটার বলেন, এখন তাদের দোকানে ভাড়া দিতে হয়। যদি তাদের ভাড়াটা মওকুফ করা হয়, তাহলে পরিবারকে আরেকটু সহযোগিতা করতে পারব।
দুর্দান্ত আরমানের ইচ্ছা, দেশের ক্রিকেট নক্ষত্র মাশরাফি বিন মর্তুজার সঙ্গে একটি দিন কাটাতে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন